ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আশা ক্ষীণ, তবে মিসর বাধা টপকাতে হবে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
আশা ক্ষীণ, তবে মিসর বাধা টপকাতে হবে মিসর বাধা টপকাতে হবে হকি দলকে

ওমানের সঙ্গে হেরে বিশ্ব হকি লিগের সেরা চারের স্বপ্ন কঠিন হয়ে গিয়েছে বাংলাদেশের। তবে হারাতে হবে মিসরকে। ওমানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ঘানাকে পেত জিমি-চয়নরা।

আগামী বৃহস্পতিবার মিসরের বিপক্ষে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ।

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) র‌্যাংকিংয়ে মিসর অনেক এগিয়ে আছে মিসর।

২০ নম্বরে রয়েছে তারা। যেখানে বাংলাদেশ ৩২ নম্বরে।

ওমান ম্যাচ শেষে বাংলাদেশের কোচ অলিভার কার্টজ জানালেন হারার কারণ, ‘আজকে অনেকগুলো সুযোগ নষ্ট করেছি। পেনাল্টি কর্নার নষ্ট করেছি। ফিল্ড হোল মিস করেছি। ’

তবে সম্ভাবনার কথাও বলেছেন তিনি, 'আজ ওমানের সাথে ৩-২ গোলে না হারলে কোয়ার্টার ফাইনালে ঘানাকে পেতো বাংলাদেশ। মিসর বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী প্রতিপক্ষ। সেমিফাইনাল খেলা এখন অনেকটাই কঠিন। '

তবে একটা আশা রাখতেই পারে বাংলাদেশ। মিসর আজকে ঘানার সঙ্গে টাইব্রেকারে জিতেছে। এই ঘানার সঙ্গে আবার বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে জিতেছিল কয়েকদিন আগেই।

আশার বাতি জ্বালিয়ে রাখতে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মিসরকে হারানো ছাড়া বিকল্প নেই জিমি-চয়নদের।

** ওমানের কাছে হেরে গেল বাংলাদেশ

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।