ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বগুড়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
বগুড়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন বগুড়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন-ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় ছয় দিনব্যাপী স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, মাফুজুল ইসলাম রাজ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদস্য জামিলুর রহমান জামিল।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল বাংলানিউজকে জানান, উদ্বোধনী খেলায় চারটি উপজেলা অংশগ্রহণ করেছে। প্রথম খেলায় কাহালু উপজেলা ধুনট উপজেলাকে ও দ্বিতীয় খেলায় বগুড়া সদর উপজেলা শেরপুর উপজেলাকে পরাজিত করে।

ছয় দিনব্যাপী এ কাবাডি প্রতিযোগিতায় জেলার মোট ১২টি উপজেলা অংশ নেবে বলেও জানান জামিলুর রহমান জামিল।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমবিএইচ/এএটি/এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।