ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘আমার জন্য জাতীয় সঙ্গীত বাজানোর স্মৃতি ভুলতে পারি না’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
‘আমার জন্য জাতীয় সঙ্গীত বাজানোর স্মৃতি ভুলতে পারি না’ হিরা মনি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গর্ব মনে হয় এটাই। আপনার অর্জনে দেশ বাহবা দিচ্ছে। আপনার জন্য দেশের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। গর্বে টপ টপ করে আপনার চোখ বেয়ে জল পড়ছে। এ জল সেই প্রতিকূলতা রুখে দাঁড়ানোর। এ জল রক্ষণশীলতা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠেঙ্গানোর। এ জল সফল হওয়ার।

এমনই অনুভূত হয়েছিল তীর ধনুকের রাণী হিরা মনির। এখনও সেই স্মৃতি মনে ভুলতে পারেন না তিনি।

সহসাই চোখের পানি ঝড়ে পড়ে আপন ইচ্ছায়।

হিরা মনিকে তীর ধনুকের রানী বলা হয়। মাওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে প্রথম আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশীপে আজারবাইজানকে হারিয়ে মহিলা এককে স্বর্ণপদক লাভ করেন।

যদিও সফল হওয়ার গল্পটা তার বেশ কঠিন ছিল। হিরা মনি শোনালেন সেই দু:খগাঁথা গল্পটি, ‘আমার পরিবার থেকে কখনও আমার খেলাধুলাকে পছন্দ করতো না। স্কুলে যখন বিভিন্ন ইভেন্টে অংশ নিতাম সেটাও কেউ পছন্দ করতো না। আমার পরিবারে সন্ধ্যার আগেই বাসায় ফেরার আদেশ ছিল। আমি অনেকবারই এই আদেশ লঙ্ঘনের দায়ে মাইর খেয়েছি। ’

‘পরিবারে চার বোনের মধ্যে ছিলাম তৃতীয়। সবাই ভাবতো মেঝো বোনই হয়তো ভালো খেলোয়াড় হবে। কেননা তার পুরস্কারই ছিল সবচেয়ে বেশি। লেখাপড়ায় কম মনোযোগী ছিলাম। ’-যোগ করেন তিনি।

তবে তার এ জীবনযুদ্ধে সঙ্গে পেয়েছেন তার আপন খালাকে। তিনি বলেন, ‘খালার উৎসাহে বিকেএসপিতে প্রথম ভর্তি হই। তীর ধনুক দেখে মুগ্ধ হই। এক সময় খেলায়েও মনোযোগ হারিয়ে ফেলি। তারপর ফিরে আসি। প্রথম যেদিন আমার জন্য জাতীয় সঙ্গীত বাজে সে স্মৃতি ভুলতে পারি না। আর্চারি চ্যাম্পিয়নশিপে মহিলা এককে স্বর্ণপদক লাভ করি। ’    

সকল প্রতিবন্ধকতা পেরিয়ে হিরা মনি তার নিজের বেড়ে ওঠার গল্পটি শোনালেন বুধবার (৮ মার্চ) বার্গার কিং রেস্টুরেন্টে। নারী দিবস উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন করা হয় সেখানে। তাকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ৮ই মার্চ, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।