ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইন্ডিয়ান ওপেন থেকে সিদ্দিকুরের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ইন্ডিয়ান ওপেন থেকে সিদ্দিকুরের বিদায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হয়ে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান পাড়ি দেন মালয়েশিয়ার মেব্যাংক চ্যাম্পিয়নশিপ গলফ কোর্সে। এরপরই তিনি যান ইন্ডিয়ান ওপেনে অংশ নিতে।

কিন্তু, শুরুর মতো দ্বিতীয় রাউন্ডও ভালো হয়নি সিদ্দিকুরের। ‘কাট’ এর নীচে থেকে আসর থেকে বিদায় নিতে হয়েছে তাকে।

২০১৩ সালে এই টুর্নামেন্টে সেরা হয়েছিলেন সিদ্দিকুর। গতবার হয়েছিলেন ৫৮তম।

পারের চেয়ে সর্বনিম্ন ছয় শট বেশি খেলা গলফাররা ‘কাট’ এর শঙ্কা কাটিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।

এর আগে মালয়েশিয়ায় শুরুটা বেশ ভালোই করেছিলেন সিদ্দিকুর। তবে, শেষ দুই রাউন্ডে সুবিধা করতে পারেননি তিনি। আসর শেষ করেন ৪১তম হয়ে।

এবার ইন্ডিয়ান ওপেনে প্রথম রাউন্ডে দিল্লির ডিএলএফ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে হতাশ হতে হয় সিদ্দিকুরকে। দ্বিতীয় রাউন্ড শেষে কাট-এর নীচে থেকে ছিটকে পড়েন বাংলাদেশের এই গলফার। ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়ে সাতটি বোগি, একটি ডাবল বোগি ও একটি বার্ডি করেন তিনি।

ফলে, দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট বেশি খেলে আট জনের সঙ্গে ৯৭তম স্থানে থেকে বিদায় নেন সিদ্দিকুর।

দেশের কোর্সে খেলা বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে প্রথমবারের মতো এই গৌরব লাভ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী গলফার। দেশের মাটিতে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হওয়া সিদ্দিকুর বার্ডি পেয়েছিলেন মোট ৬টি। আর বোগি পেয়েছিলেন মাত্র ১টি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।