ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেত্রকোনায় কাবাডিতে সদর উপজেলা চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
নেত্রকোনায় কাবাডিতে সদর উপজেলা চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে পুলিশ লাইনস মাঠে চূড়ান্ত খেলায় নেত্রকোনা সদর উপজেলা দল ৪০-২৮ পয়েন্টে দুর্গাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার (এসপি) পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম খান টিটু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কাবাডি প্রতিযোগিতায় ১০টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘন্টা, মার্চ ১১, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।