ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে শক্তিশালী মালয়েশিয়ার সামনে চীন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ফাইনালে শক্তিশালী মালয়েশিয়ার সামনে চীন ফাইনালে শক্তিশালী মালয়েশিয়ার সামনে চীন

যেমনটা হওয়ার কথা ছিল, ঠিক তেমনটাই হয়েছে। ফাইনালে পৌঁছে গেছে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা চীন ও মালয়েশিয়া। দুই গ্রুপের চ্যাম্পিয়নদ্বয় বিশ্ব হকি কাপের দ্বিতীয় রাউন্ডের সেমি ফাইনাল খেলেছে ওমান ও মিসরের বিপক্ষে।

মালয়েশিয়া ৫-০ গোলে মিসরকে আর চীন ৫-১ গোলে ওমানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

শনিবার (১১ মার্চ) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ দুটি সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়।

রোববার (১২ মার্চ) বিকেল চারটায় মাঠে গড়াবে ফাইনাল।

দিনের প্রথম সেমিফাইনালে শীর্ষ র‌্যাংকিংয়ে থাকা মালয়েশিয়ার সামনে দাঁড়াতে পারেনি মিসর। মালয়েশিয়ার বিশ্ব র‌্যাংকিং ১৩, মিসরের ২০। র‌্যাংকিংয়ের পার্থক্যাটা ফুটে উঠেছিল প্রথম কোয়ার্টারেই। মালয়েশিয়ার আক্রমণাত্মক মেজাজের সামনে ১১ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের গোলমুখে যেতে পারেনি মিসর। তবে প্রথম গোল পেতে প্রথম কোয়ার্টারের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মালয়েশিয়াকে। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ রাজি রহিম দলের দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন।  

এরপর দ্বিতীয় কোয়র্টারে দুটি গোল করে চালকের আসনে বসে মালয়েশিয়া। ২৫ মিনিটে সারি ফিতরির পিসি গোল ও ৩০ মিনিটে টেঙ্কু আহমাদের ফিল্ড গোল জয়ের পথে এগিয়ে দেয় মালয়েশিয়াকে। তৃতীয় কোয়ার্টারে একটিই গোল করে মালয়েশিয়া আর এই গোলটি আসে শাহরিল সাবাহের স্টিক থেকে। মালয়েশিয়ার স্কোরারের অভাব নেই। প্রতি ম্যাচেই তাদের একাধিক খেলোয়াড় গোল করেছেন। এর ধারাবাহিকতায় ৪৯ মিনিটে আইমান নিক রোজেমি দলের পঞ্চম গোল করে দলকে ফুরফুরে মেজাজে নিয়ে যান।  

মিসরের আমর এল হাদি ও সাইদ আমর গোল করার কাছাকাছি এসেছিলেন কয়েকবার, তবে লক্ষ্যে পৌঁছাতে পারেননি।

এদিকে, দ্বিতীয় সেমি ফাইনালে চীনের ইন ফর্ম ফরোয়ার্ড দু তালাক ৫ ও ১৩ মিনিটে দুটি গোল করে শুরুতেই ওমানকে ব্যাকফুটে ঠেলে দেন। ৩৬ মিনিটে সু লিক্সিং ও ৪০ মিনিটে দু তালাক তার তৃতীয় গোল করলে স্পষ্ট হযে যায় ম্যাচের গতিপথ। ৫৩ মিনিটে ওমানের আশরাফ আল নাসেরি ব্যবধান কমালেও খেলা শেষের চার মিনিট আগে গুয়ো জিন চীনের হয়ে পঞ্চম গোলটি করে মালয়েশিয়াকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তাটি দিয়ে দেন।

মিসর আর ওমান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে রোববার দুপুর পৌনে দুইটায়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭ 
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।