ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অগ্রণী ব্যাংক-ট্রান্সফাস্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
অগ্রণী ব্যাংক-ট্রান্সফাস্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: অগ্রণী ব্যাংক ফেনী অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জেলার ভাষা শহীদ সালাম স্টেড়িয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর অব্দি চলে প্রতিযোগিতা। এরপর পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় কার্যক্রম।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ওয়াইড মানি ট্রান্সফার কোম্পানী ট্রান্সফাস্ট।

প্রতিযোগিতায় অগ্রনী ব্যাংকের ফেনী জোনের সব শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (কুমিল্লা সার্কেল) মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপ-মহাব্যবস্থাপক ও নোয়াখারী অঞ্চল প্রধান রনজিত বনিক, কুমিল্লা সার্কেলের উপ মহাব্যবস্থাপক দীপ্তিময় বিশ্বাস, সহকারী মহাব্যবস্থাপক ও লক্ষীপুর অঞ্চল প্রধান আবুল কালাম আজাদ, কুমিল্লা সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো: আবদুল কুদ্দুস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক ও ফেনী অঞ্চল প্রধান মো: আবদুল কুদ্দুস। ট্রান্সফাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানীর ফেনী ও নোয়াখালী অঞ্চলের টেরিটরি এক্সিকিউটিভ সিরাজুল ইসলাম (মুন্না)।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।