ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নির্বাচন নিয়ে যত ব্যস্ততা বাহফের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
নির্বাচন নিয়ে যত ব্যস্ততা বাহফের ...

চলমান বছরের জুলাইয়ের নয় তারিখে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)। অক্টোবরে এশিয়া কাপ। তাই এর মাঝেই নির্বাচনের ডামাডোল শেষ করতে চায় ফেডারেশন।

তাই ফেডারেশনের কর্মকর্তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ততার মধ্যে আছে। সেজন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) জরুরিভিত্তিতে তাগিদ দিবে ফেডারেশন।

কয়েকদিনের মধ্যে অনুরোধ জানিয়ে চিঠি দিবে বাহফে।

অন্যান্য ফেডারেশনের মতো অ্যাডহক কমিটি কাম্য নয় বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)। এমনকি সে সুযোগও দিতে চায় না জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি)। তাই বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই এনএসসির কাছে নির্বাচনের জন্য চিঠি দিবে বাহফে। এমনটিই জানালেন বাহফে সহ সভাপতি খাজা রহমতউল্লাহ, ‘আমরা আমাদের কোন ত্রুটি রাখতে চাই না। যেটির সুত্র ধরে অ্যাডহক কমিটির সুযোগ নিতে চাইবে। ৭ জুন বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। ৯০ দিন আগেই আমরা নির্বাচন চেয়ে চিঠি দেবো। তারা এই সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ’

মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব হস্তান্তর করতে চায় বাহফের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, 'মেয়াদ ফোরানোর ৯০ দিনের মধ্যে নির্বাচনের তাগাদা দিতে হয় জাতীয় ক্রীড়া পরিষদকে। কয়েকদিনের মধ্যে ক্রীড়া পরিষদকে চিঠি দিব হকি ফেডারেশনে নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়ে। '

মঙ্গলবার হকির কার্যনির্বাহী কমিটির সভায়ও নির্বাচন শেষ করার বিষয়টি উঠে এসেছে। এছাড়াও উঠে আসে আরো অনেক বিষয়। যা এতোদিন ধরে কর্মকর্তাদের মনের মাঝে তুষের আগুনের মতো  জ্বলছিল। সেটিরই বিষ্ফোরন ঘটেছে ওই সভায়। বিশেষ করে শফিউল্লাহ আল মুনিরের স্বেচ্ছাচারিতা, একনায়কতন্ত্র ও দাম্ভিকতার কথাই উঠে আসে বার বার। তবে যোগ্য অভিভাবকের মতো সবকিছুই সামাল দেন বাহফে সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।

এছাড়া এশিয়া কাপের আগেই হকি প্রিমিয়ার লিগের দলবদলের কাজ সেড়ে ফেলতে চায়। আব্দুস সাদেক জানান, 'দিন দশেকের মধ্যে আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবো। তাদের অনুরোধ করবো, হকি দলবদলের জন্য তৈরি হতে। দলবদলের কাজ সেড়ে ফেলে এশিয়া কাপের পরই কাজ প্রিমিয়ার লিগ শুরু করতে চাই। '

আপাতত বাহফের চিন্তার মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ততা কাজ করছে। প্রার্থী হওয়ার দৌড় নিয়ে ব্যস্ততা ফেডারেশনে।

বাংলাদেশ সময়ঃ ১৬৪৯ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।