ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

২৮০ গলফার নিয়ে সাভারে টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
২৮০ গলফার নিয়ে সাভারে টুর্নামেন্ট ছবি: সংগৃহীত

নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সাভার গলফ ক্লাবের আয়োজনে এবং ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে শুরু হয়েছে ‘চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭’। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার থেকে টুর্নামেন্টের কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু শুক্রবার সকালে চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আর পরদিন শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

বৃহস্পতিবার প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর ( হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর এএনএম আব্দুল আহাদ (অবঃ)।

সংবাদ সম্মেলনে জানানো হয় ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো রেগুলার, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, লেডিস ও জুনিয়র। ৬টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থান থেকে ২৮০ জন গলফার অংশ নেবেন। ৬টি ক্যাটাগরিতে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ৩২টি পুরস্কার দেওয়া হবে।

সাভার গলফ ক্লাবের সিইও মেজর এএনএম আব্দুল আহাদ (অবঃ) জানান, ‘এর আগে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গলফ কাপ টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। আবারও ওয়ালটন এই টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই। আসলে গলফ পুরোপুরি মানসিক খেলা। যদিও আমরা শারীরিকভাবে খেলি। চতুর্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮০ জন গলফার অংশ নেবে। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।