ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঢাকায় আসছে সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
ঢাকায় আসছে সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গেল ৫ এপ্রিল কলকাতা থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি।’

৭ এপ্রিল সাইকেল র‌্যালি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মঙ্গলবার ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি ঢাকায় আসবে।

পরদিন ১২ এপ্রিল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে এই সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

শুক্রবাল সাইকেল র‌্যালি বাংলাদেশে প্রবেশের পর ভারত থেকে আসা ১২ জন সাইক্লিস্টদের সঙ্গে বাংলাদেশের ৮ জন সাইক্লিস্ট যোগ দেন। এই সাইকেল র‌্যালি কলকাতা-যশোর-নড়াইল-ফরিদপুর-মানিকগঞ্জ হয়ে ১২ এপ্রিল ঢাকায় আসবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।