ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতার শুভ উদ্বোধন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতা ২০১৭-১৮’এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে বাংলাদেশের পরিচিত অনেকটাই ক্রিকেট খেলার সফলতার মাধ্যমে।

প্রথম বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ (২৫) সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর প্রতিযোগিতার আয়োজন করছে। এদিক দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৌভাগ্যবান।

আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর প্রতিযোগিতার সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, উচ্চশিক্ষা সঙ্গে সঙ্গে খেলাধুলা মানোন্নয়ন করাও জরুরি। অবকাঠামোগত সমস্যার থাকা স্বত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। ভালো পারফম্যান্সের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে।  

প্রয়োজনীয় সহযোগিতা পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করতে সক্ষম বলেও উপাচার্য মন্তব্য করেন।

এ প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর সুমনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
কেডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।