সোমবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
রংপুর রাইডার্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসবির এবং রংপুর রাইডার্সের চেয়ারম্যান ও মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।
অন্যদিকে রংধনু গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাওসার আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব) মো. কামরুল হোসেন, রূপায়ন সিটি উত্তরার ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও হেড অব মার্কেন্টিং অ্যান্ড প্লানিংয়ের ডিজিএম তাজিব আলী, আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রমজানুল হক (নিহাদ) ও আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের পাবলিশার গাজী আহমদ উল্লাহ।
রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন বলেন, আমরা দেখছি যে, বিপিএল দরজায় কড়া নাড়ছে। আগামী মাসের ৫ তারিখে খেলা শুরু। আমাদের টিমের প্রস্তুতি খুব ভালো। আমাদের স্পন্সরদের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষ হলো। এখন জার্সি প্রিন্ট করা হবে। স্পন্সরদের ব্যাপক সাড়া পেয়ে আমরা খুবই খুশি। কারণ, আমরা ভেবেছিলাম এ বছর স্পন্সর পাওয়া একটু কঠিন হবে। কিন্তু আমরা দেখছি স্পন্সররা ব্যাপক সহযোগিতা করেছেন।
রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাওসার আহমেদ বলেন, বিশ্বকাপের পর বাংলাদেশের সবচেয়ে বড় খেলা হচ্ছে বিপিএল। বিপিএল’র কথা বললে সবার আগে আসে রংপুর রাইডার্সের নাম। যেহেতু তারা গতবারের চ্যাম্পিয়ন। রংপুর রাইডার্স এ পর্যন্ত যে ধারাবাহিকতা বজায় রেখেছে, আমরা চাচ্ছি সেটা ধরে রাখতে। এজন্য আমরা রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করলাম। আমরা প্রথমবারে মতো রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হলাম। আগামীতেও সঙ্গে থাকবো।
রূপায়ন সিটি উত্তরার ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্স দেশের ক্রীড়াঙ্গনে সার্বিকভাবে অবদান রেখেছে। আমি মনে করি এর মাধ্যমে বসুন্ধরা গ্রুপ একটি সুশীল সমাজ গড়ার চেষ্টা করছে। এ ধরনের পদক্ষেপের সঙ্গে যুক্ত হতে পেরে রূপায়ন গ্রুপ আনন্দিত। সামনের দিনগুলোতে রংপুর রাইডার্সের সঙ্গে থাকবো। রংপুর রাইডার্স গতবার চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি, এবারও আমরা ঘরে বাইরে সমানভাবে জয়টা নিয়ে ফিরতে পারবো।
আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রমজানুল হক (নিহাদ) বলেন, গতবছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা আশা করছি এ বছরও চ্যাম্পিয়ন হবো। এজন্য আমাদের খেলোয়াড় সিলেকশনও অনেক ভালো হয়েছে। সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এবারও আমরা জয় ঘরে নিয়ে আসতে পারবো বলে আশা করছি।
বিগত চার মৌসুম ধরে বিপিএলে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের সর্বশেষ আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে দলটি। মাশরাফির নেতৃত্বেই আগামী আসরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রংপুর রাইডার্স।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর রাইডার্স, রংধনু গ্রুপ, রূপায়ন সিটি উত্তরা ও আমিন মোহাম্মদ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসই/এমজেএফ