ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সৈয়দপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
সৈয়দপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ছবি:বাংলানিউজ

নীলফামারী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (৩১ জুলাই) সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ছেলে ও মেয়েদের দুটি খেলা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় মেয়েদের দলে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দ্বিতীয় খেলায় ছেলেদের বাঙালিপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও উপহার তুলে দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল।

বিপুল সংখ্যক দর্শক চূড়ান্ত খেলা উপভোগ করেন। টুর্নামেন্টটি গত ২৮ জুলাই একই ভেন্যুতে উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান। টুর্নামেন্টে মেয়েদের তিনটি ও ছেলেদের তিনটি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়:১৯০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।