ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডেঙ্গু থেকে সচেতন হতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ডেঙ্গু থেকে সচেতন হতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল: ছবি-সংগৃহীত

চলতি বছর ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমসের আসর। এই আসরকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন ফেডারেশন শুরু করেছে তাদের প্রস্তুতি। কিন্তু দেশে চলছে ডেঙ্গুর প্রকোপ। বেশ কয়েকজন অ্যাথলেট ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতিতে টনক নড়েছে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের।

সোমবার (০৫ জুলাই) এনসিসি আয়োজন করে ডেঙ্গু নিধন ও প্রতিকার নিয়ে মতবিনিময় সভার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের কি করণীয় এবং কি করতে পারি সেগুলো নিয়ে আমরা ফেডারেশনগুলোকে নির্দেশনা দিয়েছি। ফেডারেশনগুলো যাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখে সেদিকে খেয়াল রাখতে বলেছি। ঢাকার বিভিন্ন এলাকা ভাগ করে দিচ্ছি। খেলোয়াড়-সংগঠকদের একসাথে কাজ করার নির্দেশনা দিয়েছি। ’

ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটদের হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটরা যাতে বাসায় না যায় সেই নির্দেশ দিয়েছি। সরকারিভাবে তাদের চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। তারা সবাই সুস্থভাবে ফিরে আসুক এটাই আমরা চাই। ’

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘন্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।