ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাউথ এশিয়ান গেমস: সাঁতারে স্বর্ণপদক চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সাউথ এশিয়ান গেমস: সাঁতারে স্বর্ণপদক চায় বাংলাদেশ নতুন কোচের অধীনে অনুশীলনে ব্যস্ত সাঁতার দল

আগামী ডিসেম্বরে নেপালে বসতে যাচ্ছে সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসর। টুর্নামেন্টের সাঁতার ইভেন্টে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ। এবারের আসরে সাঁতারে স্বর্ণপদক চায় বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সাঁতার দল শুরু করেছে কঠোর অনুশীলন।

ফেডারেশন নতুন জাপানি কোচ তাকিও ইনোকি’র অধীনে এসএ গেমসের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। গত আসরে সাঁতার থেকে দুটি স্বর্ণপদক ও ১৫টি ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ।

এবারও সেই সাফল্য ধরে রাখতে চায় সাঁতার দল। যদি প্রস্তুতির জন্য হাতে সময় কম।

এসএ গেমসকে সামনে রেখে বাংলানিউজকে নিজেদের লক্ষ্যের কথা জানান কোচ, সাঁতারু ও সাধারণ সম্পাদক।

সাঁতারু আরিফুল ও রুমানা জানান ক্যাম্পে নতুন সাঁতারুর সংখ্যা বেশি। তবে অনুশীলন ভালো হওয়ায় আশাবাদী আরিফুল ও রুমানা। তারা বলেন, ‘গতবারে সাঁতার থেকে দুটি স্বর্ণপদক এসেছিল। এবারও চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখতে। নতুন কোচ এসেছেন। তিনি বেশ আন্তরিক। আগে অামরা অনেক কিছুই বুঝতাম না। এখন বুঝি এবং সেভাবেই চেষ্টা করছি। আশা করছি ভালো কিছু হবে। ’

নতুন কোচ তাকিও ইনোকি জনিয়েছেন, তারা কৌশলগত দিকগুলো বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি খুই আশাবাদী বাংলাদেশের সাঁতার নিয়ে। জাতীয় দলে যারা রয়েছেন তাদের আগ্রহ দেখে আমি খুশি। যদিও আড়াই মাস বেশি সময় না। আমরা কৌশলগত দিক নিয়ে বেশি কাজ করবো। তারপর সাঁতারুদের পুষ্টির একটা বিষয় থাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করা প্রয়োজন। আশা করি এসএ গেমসে ভালো কিছুই হবে। ’

ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ জনিয়েছেন এসএ গেমসে গতবারের ফলাফলটা ধরে রাখাই প্রাথমিক লক্ষ্য তাদের। তবে এবার তা কঠিন হবে। তিনি বলেন, ‘সাউথ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। তবে গতবারের ফলাফলটা ধরে রাখতে চাই। যদিও তা কঠিন হবে। কারণ নেপালে গতবারের রেকর্ড ভালো না আমাদের। তবে চেষ্টাতো করতে হবে। অনুশীলনের সময়গুলো কাজে লাগাতে পারলে অসম্ভব কিছু না। ’

আগামী ০১ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডুতে পর্দা উঠবে সাউথ এশিয়ান গেমসের আসর। আর পর্দা নামবে ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।