ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আন্তঃবাহিনী হকিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
আন্তঃবাহিনী হকিতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

ঢাকা: আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নৌ বাহিনীকে টাইব্রেকারে হারিয়ে এ গৌরব অর্জন করে সেনাবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চূড়ান্ত খেলায় সেনাবাহিনী টাইব্রেকারে ৫-৩ গোলে নৌবাহিনীকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া সেনাবাহিনীর ল্যান্স করপোরাল আহসান সেরা খেলোয়াড় বিবেচিত হন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন । এসময় অন্যান্যদের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।