ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেত্রকোণাকে হারিয়ে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
নেত্রকোণাকে হারিয়ে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বনাম নেত্রকোনার ফাইনারে দৃশ্য: ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নেত্রকোণা জেলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।  হাজার হাজার দর্শক মাঠে খেলাটি উপভোগ করেন।

এছাড়া মাঠের বাইরে বড় পর্দায় এবং স্থানীয় ডিশ চ্যানেল কেসিএন ও ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস খেলাটি সরাসারি সম্প্রচার করে।

খেলার দ্বিতীয়ার্ধে কিশোরগঞ্জ জেলা দলের পক্ষে জোড়া গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় সোলায়মান কিং।  

খেলা শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  মো. জাহিদ আহসান রাসেল এমপি পুরস্কার বিতরণ করেন।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, নেত্রকোণার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।