ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উদ্বোধন হলো বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির কুমিল্লা পর্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
উদ্বোধন হলো বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির কুমিল্লা পর্ব ছবি: বাংলানিউজ

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রোববার (২৬ জানুয়ারি) উদ্বোধন হলো বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা-২০২০ কুমিল্লা পর্বের। 

দেশব্যাপী ৯টি ভেন্যুতে মোট ৮০টি স্কুল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। কুমিল্লায় অংশ নিচ্ছে ৮টি স্কুল।

রোববার দুপুর ১২টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্কুল হকি কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মেজবাউল আলম, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসান ফারুক রোমেন।  

উদ্বোধনী ম্যাচে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট স্কুলকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারায় কুমিল্লা ইউসুফ উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময় পযর্ন্ত ম্যাচ গোলশূন্য ড্র ছিলো।  

আগামী সোমবার (২৭ জানুয়ারী) উদ্বোধন হবে ফরিদপুর ভেন্যুর খেলা।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।