ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিয়েলসাকে বার্সা কোচ হিসেবে চান মেসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
বিয়েলসাকে বার্সা কোচ হিসেবে চান মেসি! বিয়েলসাকে বার্সা কোচ হিসেবে চান মেসি!

তিনি কোচদের কোচ, কেউ তাকে পাগলাটে কোচ হিসেবেও চেনে। বলা হচ্ছে মার্সেলো বিয়েলসার কথা।

এবার এই কোচকেই বার্সেলোনার বস হিসেবে দেখতে চান লিওনেল মেসি! আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।

করোনা বিরতি দিয়ে লিগ শুরুর পর বড় ধাক্কাই খায় বার্সা। হেড কোচ কিকে সেতিয়েনের অধীনে তাল হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা খুইয়ে বসে। ফলে গত জানুয়ারিতেই যোগ দেওয়া সেতিয়েন নিজের চাকরি নিয়ে শঙ্কায় রয়েছেন।

অন্যদিকে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডকে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে নিয়ে আসা বিয়েলসা এখন আকাশে উড়ছেন। যদিও ইয়র্কশায়ারভিত্তিক ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ এই সপ্তাহেই শেষ হবে। তাই দুইয়ে দুইয়ে চার মিলে যাওয়াতেই এমন সংবাদ রটে যাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সান জানিয়েছে, আর্জেন্টাইন তারকা মেসি কাতালান জায়ান্ট দলে তার স্বদেশি বিয়েলসাকে চান।

এমনিতে মেসির সঙ্গে বার্সার বর্তমান কোচিং স্টাফদের দ্বন্দ্বের খবর পুরোনো। সেইসঙ্গে ওসাসুনার মতো পুঁচকে দলের বিপক্ষে বাজে টেকনিকের কারণে হেরে লিগ থেকে ছিটকে যায় বার্সা। ফলে হেভিওয়েট কোচ বিয়েলসাকেই এবার মনে ধরেছে রেকর্ড ৬বারের ব্যালন ডি’অর জয়ীর।

৬৪ বছর বয়সী বিয়েলসা ২০১৮ সালেই লিডসের দায়িত্ব নেন। তবে মাত্র দু’বছরের মাথায় দলটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখেন। আর সংবাদমাধ্যমগুলোর দাবি, বিয়েলসার ফিলোসফির সঙ্গে বার্সার নীতি পুরোপুরি মিল রয়েছে।

এদিকে বার্সা পরবর্তী কোচ হিসেবে আরও অনেকেরই নাম আসছে। সে তালিকায় সবচেয়ে বড় নাম দলটির সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এছাড়া রোনাল্ড কোম্যান ও প্যাট্রিক ক্লাইভেটও রয়েছেন তালিকায়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।