ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

করোনা জয় করে কোচিংয়ে ফিরছেন জাভি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
করোনা জয় করে কোচিংয়ে ফিরছেন জাভি জাভি হার্নান্দেজ

মাত্র কয়েকদিনের ব্যবধানে কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করেছেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনার কিংবদন্তি সাবেক মিডফিল্ডার স্বল্প সময়ের আইসোলেশন শেষে ফিরছেন তার কাজেও।

শনিবার (২৫ জুলাই) করোনা ভাইরাসে আক্রান্ত হন জাভি। ৪০ বছর বয়সী নিজেদের প্রধান কোচের আক্রান্ত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় তার দল আল-সাদ। এরপর মাত্র চারদিনের আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ওঠলেন জাভি।  

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আল খোর’র বিপক্ষে ম্যাচে আল-সাদের ডাগআউটে দাঁড়াতে পারেননি তিনি। তবে এখন সুস্থ হয়ে পুনরায় কাজে ফিরছেন জাভি।  

সুস্থতার পর ঘরে ফেরার বিষয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার তার অফিসিয়াল ইন্সটাগ্রামে লেখেন, ‘আমার খোঁজ-খবর বিষয়ক এতদিন ধরে যেসব মেসেজ আমি পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে আরেকটি সুখবর ভাগাভাগি করতে চাই, আমি সুস্থ হয়ে ওঠেছি এবং পরিবারের সঙ্গে বাড়িতে ও আল-সাদ দলে ফিরছি। ’ 

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।