ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বন্যার্তদের মুখে হাসি ফোটাতে সাকিবের নিরন্তর প্রচেষ্টা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
বন্যার্তদের মুখে হাসি ফোটাতে সাকিবের নিরন্তর প্রচেষ্টা সাকিবের ফেসবুক থেকে নেওয়া ছবি

বর্ষা মৌসুম এলেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। এবছর এর আকার আরও প্রকট।

দেশের নিম্নাঞ্চল থেকে শুরু করে বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতির অবনতি হয়েছে। আর এবার বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। সেইসঙ্গে তারকা এ ক্রিকেটার অন্যদের প্রতিও অসহায় মানুষদের জন্য হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক স্ট্যাটাস দেন সাকিব। যেখানে সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে কাজ করেছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।

সাকিব লিখেন, এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।  
সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র‍্যাব-১২)।  
আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন।
আমাদের পথচলায় যোগ দিন। অনুদানের জন্য ভিজিট করুন www.sahfbd.com

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।