ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল রাফায়েল নাদাল

করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চলতি মাসের শেষে শুরু হওয়া ইউএস ওপেন ২০২০ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল। ফলে এবছর এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও পুরুষ টেনিসে দ্বিতীয় সেরা এই তারকাকে পাচ্ছে না যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে নাদাল বলেন, ‘বিশ্বব্যাপী স্বাস্থ্য ঝুঁকি বাজে অবস্থায় রয়েছে। আক্রান্তের হারও বাড়ছে। এমন সিদ্ধান্ত আমি কখনোই নিতে চাইনি। তবে আমি আমার অন্তরের কথা শুনছি। এবছর আমি ভ্রমণ করছি না। ’

১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল সরে যাওয়ার ফলে আধুনিক টেনিসের দুই মহারথীকেই ইউএস ওপেন পাচ্ছে না। এর আগে ইনজুরির কারণে কোর্টের বাইরে চলে যান রজার ফেদেরার

করোনার কারণে এর আগে বাতিল করা হয়েছে উইম্বলডন। পেছানো হয়েছে ফ্রেঞ্চ ওপেনও। আগামী ৩১ আগস্ট ইউএস ওপেন শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।