ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিরিয়ায় মেসি ফাউন্ডেশনের ৫০ হাজারের বেশি শিক্ষা সামগ্রী বিতরণ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
সিরিয়ায় মেসি ফাউন্ডেশনের ৫০ হাজারের বেশি শিক্ষা সামগ্রী বিতরণ সিরিয়ার শিশুদের জন্য দেওয়া মেসি ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী

ইউনিসেফের সঙ্গে সম্মিলিতভাবে যু্দ্ধবিধ্বস্ত সিরিয়ার ৯টি প্রদেশের বালক-বালিকাদের মধ্যে ৫০৬৩০টি শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দ্য লিও মেসি ফাউন্ডেশন।  

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির অর্থায়নে পরিচালিত তার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

 

আনন্দের মাধ্যমে জ্ঞানগত ও সামাজিক দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সিরিয়ান শিশুদের। বিনোদনমূলক এবং স্কুলের এসব উপকরণ দিয়ে চেষ্টা করা হয় বিধিমত এবং অনানুষ্ঠানিকভাবে শিশুদের মনোবিকাশ উন্নয়নের।  

হাসাকাহ, কুনেইত্রা, আলেপ্পো, হামা, হোমস, দারা, দেইর এজ-জর, সুইদা এবং দামাস্ক-সহ সিরিয়ার ৯টি প্রদেশের শিশুদের এসব শিক্ষা সামাগ্রী দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।