ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সৈয়দপুরে স্বেচ্ছাসেবীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
সৈয়দপুরে স্বেচ্ছাসেবীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েয়ছে। প্রতিযোগিতায় গোল্ড জিম ক্লাব ১১০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ওব্যাট থিংকট্যাংক ক্লাবকে।

সোমবার সকালে (১৭ আগস্ট) সৈয়দপুর রেলওয়ে মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।

টসে জিতে ব্যাট করতে নামে গোল্ড জিম ক্লাব। ১২ ওভারের খেলায় দলটি মাত্র এক উইকেট হারিয়ে ১৭০ রান তুলে নেয়। জবাবে ওব্যাট থিংকট্যাংক ক্লাব সব উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে। উভয় দলে ৬ জন নারী ক্রিকেটার অংশ নেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের নারী ক্রিকেটার পিংকী।

খেলা শেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বিজয়ী দলকে ১০ হাজার, বিজিত দলকে পাঁচ হাজার ও নারী ক্রিকেটার প্রত্যেককে এক হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, করোনা ভাইরাসকালে স্বেচ্ছাসেবীদের মানসিক শক্তি বাড়াতে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

প্রতিযোগিতার আয়োজন করে গোল্ড জিম ক্লাব এবং ধারা বর্ণনায় ছিলেন খন্দকার আবিদা সুলতানা।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।