ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কায় ঘন ঘন করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
শ্রীলঙ্কায় ঘন ঘন করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের আকরাম খান/ফাইল ছবি

করোনা ভাইরাস মহামারির শঙ্কা পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। তাই এই সফর নিয়ে তেমন শঙ্কা ছিল না। তবে করোনা পরিস্থিতি ভালো হলেও বেশ সতর্ক শ্রীলঙ্কা। ক্রিকেটারদের বার বার করোনা পরীক্ষা করাতে চায় তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।  

আকরাম খান জানান, ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের একবার করোনা পরীক্ষা করানো হবে। এরপর ক্যাম্প শুরুর দিন এবং যাওয়ার আগেও করোনা পরীক্ষা করানো হবে। এরপর শ্রীলঙ্কায় গিয়েও কয়েক ধাপে করোনা পরীক্ষা করানো হবে।

বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে খুব সতর্ক। এজন্য আমরাও আগে পরীক্ষা করাচ্ছি। সেখানে কোয়ারেন্টিনে রাখতে হবে এবং ঘন ঘন পরীক্ষা করানো হবে। যেমন আমরা এখানে ১৮ তারিখ, ২১ তারিখ এবং যাওয়ার আগে একবার করাবো। সেখানে গিয়েও করাবো। যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। আল্লাহ না করুক এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টিনে রাখতে হবে। এসব নিয়েই চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। '

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।