ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসালো পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসালো পিএসজি ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে এবার অপ্রতিরোধ্য ভূমিকায় দেখা যাচ্ছে পিএসজিকে। এরইমধ্যে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

ইতিহাস গড়ার পথে দলটি রিয়াল মাদ্রিদের একটি রেকর্ডেও ভাগ বসিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতে চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে লিপজিগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এদিন দুর্দান্ত খেলা আর্জেন্টাইন দি মারিয়া একটি গোল করার পাশাপাশি অন্য দুটি গোলে সহায়তাও করেন। অন্য দুটি গোল করেন মার্কিনিয়োস ও হুয়ান বের্নাত।  

লিপজিগের বিপক্ষে ম্যাচের ১৩তম মিনিটে দি মারিয়ার দুর্দান্ত ফ্রি-কিক থেকে অসাধারণ হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান মার্কিনিয়োস। এই গোলটি পিএসজিকে শুধু লিডই এনে দেয়নি, একটি রেকর্ডেও জায়গা করে দিয়েছে।

মার্কিনিয়োসের গোলটি ইউরোপীয় পর্যায়ে পিএসজির টানা ৩৪তম ম্যাচে গোল। ২০১৬ সাল থেকে ইউরোপীয় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচেই গোল করে আসছে পিএসজি। ওই বছরের এপ্রিলে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল প্যারিসিয়ানরা।

পিএসজি ছাড়া ইউরোপীয় পর্যায়ে টানা ৩৪ ম্যাচে জালের ঠিকানা খুঁজে পাওয়ার কীর্তি আছে শুধু রিয়াল মাদ্রিদের দখলে। ২০১১-২০১৪ সাল পর্যন্ত এই রেকর্ড গড়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেবার পাঁচ বছরে ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছিল লস ব্ল্যাঙ্কোসরা।  

নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা রাখা পিএসজির সামনে এখন আরও একটি প্রথমের হাতছানি। আজ রাতে বায়ার্ন মিউনিখ ও লিঁও ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে মোকাবিলা করবে টমাস টুখেলের দল।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।