ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলে অবসরে যেতে চান ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলে অবসরে যেতে চান ফিঞ্চ অ্যারন ফিঞ্চ।

করোনা ভাইরাসের বিরতিতে নিজেকে নিয়ে অনেক ভেবেছেন অ্যারন ফিঞ্চ। যেখানে ছিল অবসরের চিন্তাও।

এবার অস্ট্রেলিয়ার তারকা এ ওপেনার জানিয়ে দিলেন, ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন।

অস্ট্রেলিয়ার রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া এক সাক্ষাতকারে অজিদের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমার ক্যারিয়ারের শেষ দিনটি হবে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। এটাই আমার লক্ষ্য ও আমি এই সিদ্ধান্তে অনড়। ’

তিনি আরও বলেন, ‘এমনটি আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম। তবে বিরতির মাঝেই নিশ্চিত করে ফেলি। সে সময় আমার বয়স হবে ৩৬। অবশ্য ফর্ম ও ইনজুরির ওপর অনেক কিছু নির্ভর করছে। ’

৩৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান জানান, গত করোনাকালীন গত পাঁচ মাসের বিরতি তাকে আরও সতেজ করেছে। যেখানে তার ইচ্ছে আগামী আইসিসি ইভেন্টে দলকে পথ দেখানো। এই তিনটি আসর হচ্ছে, ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।

ফিঞ্চ যোগ করেন, ‘এই বিরতি অনেক মানুষের জন্য কঠিন ছিল। কিন্তু অ্যাথলেট এবং বিশেষ করে যারা প্রচুর ভ্রমণ করে ও ১০ থেকে ১১ মাস খেলে থাকে, তাদের মানসিকভাবে এগিয়ে রেখেছে। এমনটির দরকার ছিল, যা আগে কখনো হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।