ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মোদীর উষ্ণ চিঠির উত্তরে ধোনির কৃতজ্ঞতা প্রকাশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
মোদীর উষ্ণ চিঠির উত্তরে ধোনির কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ধোনি

ভারতের ক্রিকেটে অবদান রাখার জন্য সদ্য অবসরে যাওয়ার মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কও দেশের প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ তাড়িত এক দীর্ঘ চিঠি পোস্ট করেন মোদী। যেখানে ক্রিকেটে মাঠে ধোনির অর্জন, ভারত এবং বিশ্বের ক্রীড়া দুনিয়ার জন্য ৩৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান যা করেছেন তার প্রশংসা করেন তিনি।  

প্রধানমন্ত্রী মোদী তার দুই পাতার চিঠিতে লেখেন, ‘১৩০ কোটি ভারতীয় তোমার অবসরে হতাশ কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছো তার জন্য চিরকাল তারা কৃতজ্ঞ থাকবে। ’ 

দেশের প্রধানমন্ত্রীর এমন এক চিঠি কতটুকু সম্মানের তা সঙ্গে সঙ্গেই বুঝিয়ে দিয়েছেন ধোনি। মোদীর সেই চিঠি নিজের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করে ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্যাপশনে লেখেন, ‘একজন শিল্পী, সৈনিক এবং ক্রীড়াব্যক্তিত্ব যা আকাঙ্ক্ষা করে তা হচ্ছে প্রশংসা। তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ সবাই জানে এবং সবাই ধন্যবাদ ও প্রশংসা প্রত্যাশা করে। আপনার প্রশংসা এবং শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ধোনি। ভারতের অন্যতম সফল এ অধিনায়ক দেশকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। ধোনির নেতৃত্বে ২০০৯ সালে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ওঠে টিম ইন্ডিয়া।  

জনপ্রিয় ক্রিকেটার ধোনি ভারতের জার্সিতে ৩৫০ ম্যাচ করেছেন ১০৭৭৩ রান। গ্লাভস বন্দী করেছেন ৪৪৪ উইকেট। এছাড়া টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে রেকর্ড ৯১টি ডিসমিসাল করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।