ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

খুলনায় মিডিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
খুলনায় মিডিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন

খুলনা: খুলনায় সাংবাদিকদের অংশগ্রহণে ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।

এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহিদ হোসেন, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক দক্ষিণাঞ্চলের সম্পাদক এস এম সাহিদ হোসেন, প্রেসক্লাবের সহকারী সম্পাদক (ক্রীড়া) আহমেদ মুসা রঞ্জু, ম্যানগ্রোভ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মুমিন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মিয়া,বিশ্বাস প্রোপার্টিজের সিইও মো. আজগর বিশ্বাস তারা, ওয়ালটনের এরিয়া ম্যানেজার শাহানুর আলম, বিআরবি কেবলসের খুলনা অফিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনার সাংবাদিকদের নিয়ে মোট ৪টি দল প্রতিযোগিতার অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে রূপসা টাইগার্স মুখোমুখি হয়েছে শিবসা ওয়ারিয়র্সের। একই দিন বিকেলে ভৈরব রাইডার্সের প্রতিপক্ষ মধুমতি চ্যালেঞ্জার্স। সিঙ্গেল লীগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দু’টি দল ফাইনালে উঠবে। আগামী ১০ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ওয়ালটন ছাড়াও সহযোগিতা করছে বিআরবি কেবলস, বিশ্বাস প্রোপারটিজ, ম্যানগ্রোভ ইনস্টিটিউট, খুলনা এয়ার টুরস অ্যান্ড ট্রাভেলস, মৌরি এন্টারপ্রাইজ ও এক্সট্রিম গ্রুপ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।