ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বরখাস্তের গুঞ্জন ভিত্তিহীন: জেমি ডে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
বরখাস্তের গুঞ্জন ভিত্তিহীন: জেমি ডে জেমি ডে

গেলো সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারেছিল বাংলাদেশ। এরপর থেকেই গুঞ্জন ওঠে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

এটা নিয়ে নাকি কথাবার্তাও শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে খবর আসে জেমি ডে বরখাস্ত করা হয়েছে।

কিন্তু এই খবরকে ভিত্তিহীন বলে বাংলানিউজকে জানিয়েছেন ছুটিতে নিজে দেশে থাকা জেমি ডে নিজেই। তিনি জানিয়েছেন এমনটা কিছুই ঘটেনি। বরং তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সকালেই বাফুফেকে দল নিয়ে ২০২১ সাল পর্যন্ত তার পরিকল্পনার কথা জানিয়েছেন। এই বিষয় নিয়ে বাফুফের সঙ্গে কোনো কথাই হয়নি।

জেমি ডে বলেন, ‘আমি আজ সকালেই বাফুফেকে আমার পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছি। সংবাদ মাধ্যমে যেটা প্রচার করা হয়েছে সেটা ঠিক নয়। আমি যতদূর জানি বাফুফের সঙ্গে আমার সম্পর্কটা ভালো যেটা আগেও সবসময়ের জন্য ভালো ছিল। ’ 

কাতাররে বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে দেশে ফেরেননি জাতীয় দলের প্রধান কোচ। ক্রিসমাসের ছুটি কাটাতে কাতার থেকে নিজ দেশে ফিরে গেছেন জাতীয় ফুটবল দলের এই ইংলিশ কোচ।  

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।