ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কক্সবাজারে ওয়ালটন বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
কক্সবাজারে ওয়ালটন বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু তায়কোয়ানডো প্রতিযোগিতা উদ্বোধন।

কক্সবাজার: বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু হয়েছে।

কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মামুনুর রশীদ।

 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাজাহান আলী, ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর হেড অব ডিপার্টমেন্ট (স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল-বিন আনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুমন দে। সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্লাব হতে ১৮০ জন তায়কোয়ানডো খেলোয়াড় বয়সভিত্তিক পুমসে ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।