ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কাতার ওপেনের শেষ আট থেকে ফেদেরারের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
কাতার ওপেনের শেষ আট থেকে ফেদেরারের বিদায় রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ১৪ মাস মাঠের বাইরে থাকার পর কাতার ওপেন দিয়ে ফিরেছিলেন রজার ফেদেরার। কিন্তু প্রত্যাবর্তনটা খুব একটা সুখকর হলো না সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকার।

আসরের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন এই সুইস কিংবদন্তি।

বৃহস্পতিবার কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার নিকলোজ বাসিলাশভিলির কাছে ৩-৬, ৬-১ এবং ৭-৫ গেমে হেরেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

গত বুধবার ব্রিটেনের ড্যান ইভান্সকে হারিয়ে আসরের শেষ আটে উঠেছিলেন ফেদেরার। কোয়ার্টারে দেড় ঘণ্টার লড়াইয়ে ৩৯ বছর বয়সী টেনিস গ্রেটকে হারিয়ে দিলেন ৪২তম বাছাই জর্জিয়ান।

২০২০ সালের জানুয়ারিতে দুই হাঁটুর অস্ত্রোপচারের পর টেনিস থেকে দূরে ছিলেন ফেদেরার। কাতার ওপেন দিয়েই প্রতিযোগিতামূলক টেনিসে ফেরেন তিনি। পর পর দুই দিন খেলার অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘আমি অনেকটা পথ পেরিয়ে এখানে এসে শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে পর পর তিন সেট ম্যাচ খেলতে পেরে আমি খুশি। এটা আমার জন্য একধাপ এগিয়ে যাওয়া। তবে আমি এখনও শতভাগ ফিট নই। ফিটনেস ফিরে পেতে আমার আরও ৫ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। '

কাতার ওপেন থেকে বিদায়ের পর দুবাইয়ের টুর্নামেন্টে না খেলার ঘোষণাও দিয়েছেন ফেদেরার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।