ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে মুজিব শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে গড়াবে 'বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২১'।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফির সঙ্গে দেওয়া হবে এক লাখ টাকা।

এছাড়াও রানার আপ দল ৫০ হাজার টাকা এবং অংশ গ্রহণকারী প্রতিটি দল পাবে ১০ হাজার টাকা করে।

সোমবার (১৬ মার্চ) খাগড়াছড়ি প্রেসক্লাবে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।

টুর্নামেন্টের বিভিন্ন দিক এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর উপর বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই খেলায় খাগড়াছড়ি জেলার ১৫টি ক্লাব এবং একটি উপজেলা ক্রীড়া সংস্থার মোট ১৬টি দল অংশ নিবে।
 
বুধবার (১৭ মার্চ) টুর্নামেন্টটির উদ্বোধন করবেন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (প্রতিমন্ত্রী মর্যাদা)।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।