ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে সরাসরি ১২ পয়েন্ট পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু কাপ ২০২১ আন্তর্জাতিক কাবাডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সরাসরি ১২ পয়েন্ট পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (৩১ মার্চ) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে লিগের শেষ খেলায় শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

এর ফলে পাঁচ দলের টুর্নামেন্টের চারটিতে জিতে সরাসরি ফাইনালে উঠলো স্বাগিতকরা।

প্রথমার্ধে ১৪-৯ পয়েন্টে এগিয়েছিল তুহিন তরফদার বাহিনী। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের জাকির হোসেন। রেইড দিতে গিয়ে আহত হয়েছেন দেশের অন্যতম সেরা খেলোয়াড় আরদুজ্জামান মুন্সি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।