ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৩২ বছর পর অস্ট্রেলিয়ায় ফিরছে অলিম্পিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
৩২ বছর পর অস্ট্রেলিয়ায় ফিরছে অলিম্পিক

২০৩২ অলিম্পিকের আয়োজক শহর হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনকে বেছে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরছে ক্রীড়া বিশ্বের সর্ববৃহৎ আসর।

 

বুধবার এক টুইটের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।  

অস্ট্রেলিয়া ছাড়াও ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের আগ্রহ দেখিয়েছিল হাঙ্গেরি, চীন, জার্মানির মতো দেশ। তবে বাকি শহরগুলোকে পেছনে ফেলে ৭৫-৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয় ব্রিসবেন। টোকিও থেকেই আসে এই ঘোষণা।  

এর আগে ২০০০ সালে সিডনিতে অলিম্পিক আয়োজিত হয়েছে।

আয়োজক হিসেবে ব্রিসবেনের নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে পুরো অস্ট্রেলিয়া। বাজি পোড়ানো হয় ব্রিসবেন শহরে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা জানি কী ভাবে অলিম্পিক আয়োজন করতে হয়। ’

ব্রিসবেনের আগে তথা ২০২৮ সালের অলিম্পিক আয়োজিত হবে লস অ্যাঞ্জেলসে। আর ২০২৪ সালের আসর বসবে প্যারিসে। অন্যদিকে আগামী শুক্রবার পর্দা উঠবে টোকিও অলিম্পিকের।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।