ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল

শোয়েব মিথুন, সিনিয়র ফটো করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একইদিন ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও।

জিম্বাবুয়েকে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের হ্যাটট্রিক শেষে এবার অস্ট্রেলিয়া বধের মিশনে ঢাকায় পৌঁছেছে টাইগাররা। এবার ঘরের মাটিতে তারা সফরকারী অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। বিমানবন্দরে নেমেই সরাসরি টিম বাসে উঠছে বাংলাদেশ দলের সদস্যরা। টিম বাসে উঠছে টাইগাররা, গন্তব্য টিম হোটেল।  সেখানেই তারা জৈব-সুরক্ষা বলয়ে থাকবেন। টিম বাসের দিকে হেঁটে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। টাইগারদের আগমন উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বাইরে সতর্ক অবস্থানে নিরাপত্তা রক্ষা বাহিনী। কড়া প্রহরায় টিম হোটেলের দিকে যাচ্ছে টাইগারদের বহনকারী বাস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবেশ করছে টাইগারদের বহনকারী বাস।  এখানেই কোয়ারেন্টিনে থাকবেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে সরাসরি টিম হোটেলের দিকে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। টিম হোটেলে প্রবেশ করছে অজিদের বহনকারী বাস।  এখানেই কোয়ারেন্টিনে থাকবে অস্ট্রেলিয়া দল।  রাস্তায় সতর্ক অবস্থানে নিরাপত্তা রক্ষাবাহিনী। অজিদের বহনকারী দ্বিতীয় বাস টিম হোটেলে ঢুকছে।  এই হোটেলেই উঠেছে টাইগাররাও।  কোয়ারেন্টিন হবে ৩ দিনের। বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।