ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৯ বছর পর অলিম্পিক বক্সিংয়ে পদক পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
৯ বছর পর অলিম্পিক বক্সিংয়ে পদক পাচ্ছে ভারত লাভলিনা বড়গোহাঁই/সংগৃহীত ছবি

বিজেন্দ্র সিং ও মেরি কমের পর অলিম্পিক বক্সিংয়ে ভারতের তৃতীয় পদক নিশ্চিত করলেন আসামের লাভলিনা বড়গোহাঁই। ভারতীয় এই নারী বক্সার ওয়েল্টারওয়েট বিভাগে সেমিফাইনালে পৌঁছে গেছেন।

 

শুক্রবার কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন লাভলিনা। ফলে অন্তত ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছেন তিনি। তবে তার লক্ষ্য সোনার পদক। সেমিফাইনালে উঠে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

৯ বছর আগে লন্ডন অলিম্পিকে শেষবার বক্সিংয়ে পদক এসেছিল ভারতের। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে বক্সার মেরি কম জিতেছিলেন ব্রোঞ্জ পদক। তার আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দর সিং। লাভলিনা দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদকজয়ী।

এবারই প্রথম অলিম্পিকে খেলতে আসা লাভলিনা দ্বিতীয় নারী বক্সার হিসেবে ভারতকে পদক এনে দিলেন।

টোকিও অলিম্পিকে লাভনিনার আগে ভারতকে প্রথম পদক এনে দেন মীরাবাঈ চানু।   ভারোত্তোলনে রুপা জেতেন তিনি।  অর্থাৎ, এখন পর্যন্ত চলতি গেমসে ২টি পদক পেল ভারত।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।