ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডোপ টেস্টে ব্যর্থ নাইজেরিয়ান অ্যাথলেট অলিম্পিক থেকে বাদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
ডোপ টেস্টে ব্যর্থ নাইজেরিয়ান অ্যাথলেট অলিম্পিক থেকে বাদ

ড্রাগ টেস্টে ব্যর্থ হয়ে অলিম্পিক থেকে বাদ পড়েছেন নাইজেরিয়ান খেলোয়াড় ব্লেসিং ওকাগবারে। শুক্রবার তিনি ১০০ মিটার হিটে জিতেছিলেন।

শনিবার তার সেমিফাইনালে লড়ার কথা ছিল। অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিটের ঘোষণার পর সেটি আর হচ্ছে না।

অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই স্প্রিন্টার ড্রাগ টেস্টে পজিটিভি হয়েছেন। অলিম্পিক থেকে বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানো হয়েছে।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে লং জাম্পে রুপা জিতেছিলেন ব্লেসিং ওকাগবারে।

দুই দিন আগে ১০ নাইজেরিয়ান অ্যাথলেটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট জানায়, ড্রাগ টেস্টের বিষয়ে অসহযোগিতা করায় তাদের বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।