ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্ষমা চেয়েও শাস্তি পেলেন দুই টেবিল টেনিস খেলোয়াড়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
ক্ষমা চেয়েও শাস্তি পেলেন দুই টেবিল টেনিস খেলোয়াড়

কমনওয়েলথ গেমসে দুই টেবিল টেনিস খেলোয়াড়ের বিপক্ষে না খেলে ঘুরতে যাওয়ার অভিযোগ এনেছিল টেবিল টেনিস ফেডারেশন। ডাবলস ইভেন্টে অংশ না নিয়ে ঘুরতে যাওয়ার অভিযোগ ছিল সোনাম সুলতানা সোমা এবং সাদিয়া রহমান মৌ’য়ের বিরুদ্ধে।

তাদেরকে শাস্তি দিয়েছিল ফেডারেশন। কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল তাদের। এর জবাবের পরই শাস্তি কার্যকর হওয়ার কথা ছিল। কারণ দর্শানোর নোটিশের জবাবে ক্ষমা চেয়েছেন দুই টেবিল টেনিস খেলোয়াড়। ফলে তাদের শাস্তি কমেছে কিছুটা। ক্ষমা চেয়েও পুরোপুরি শাস্তি এড়াতে পারেননি তারা।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শুরুতে দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তিন বছর ও ঘরোয়া টুর্নামেন্টে দুই বছর নিষিদ্ধ করা হয়েছিল। তবে শোকজের উত্তর দেওয়ার পর ফেডারেশন শুধু এক বছর করে শাস্তি কমিয়েছে। এই এক বছরে শুধু সোমা ও মৌ ঘরোয়া আসরে অংশ নিতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দুই বছরের জন্য খেলার বাইরে থাকতে হবে।

ফেডারেশনের এই সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন সোমা। আত্মপক্ষ সমর্থন করে সোনাম সুলতানা সোমা বাংলানিউজকে বলেছেন, ‘আমাদের বলা হয়েছিল ক্ষমা চেয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিলে পুরো শাস্তি মওকুফ করা হবে। আমরা তাদের কথা মত ক্ষমা চেয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি। তবে তারা কথা রাখেননি। শাস্তি থেকে পুরোপুরি মুক্তি না দিয়ে, কিছুটা কমিয়ে দিয়েছেন। ’ তিনি আরও বলেন, ‘আমরা প্রথমত জানতামই না আমাদের খেলা আছে। আমাদেরকে ফেডারেশন থেকে জানানো হয়নি। আর আমরা বার্মিংহামেই ছিলাম। লন্ডনে যাইনি। আমাদের বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তা মূলত ভুল বোঝা-বুঝি থেকে হয়েছে। ’

আগামীতে অলিম্পিক অ্যাশোসিয়েশন থেকে সোনাম সুলতানাদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে নিজের আত্মপক্ষ সমর্থন করবেন বলে জানিয়েছেন সোমা। তিনি বলেন, ‘অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আমাদের ডাকা হয়েছে। দেখি কী হয়। তবে আবারও বলছি, লন্ডনে আমরা ঘুরতে যাইনি। আমরা বার্মিংহামেই ছিলাম। আর আমরা অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলাম তা ম্যানেজমেন্টকে জানিয়েই গিয়েছিলাম। ’

দুই বছর আর্ন্তজাতিক প্রতিযোগিতা থেকে বাইরে থাকতে হবে। নির্বাসন থেকে ফিরে এসে আবারও আর্ন্তজাতিক অঙ্গনে ভালো করা সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে সোমা বলেন, ‘দুই বছর নির্বাসনের কথা ভাবছি না। আমরা চাই খেলা চালিয়ে যেতে। এর জন্য আমরা আমাদের চেস্টা করবো। বাকিটা দেখা যাক। ’

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।