ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শারীরিক প্রতিবন্ধীদের আইসিআরসির টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
শারীরিক প্রতিবন্ধীদের আইসিআরসির টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঢাকা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) রোববার (২৩ অক্টোবর) থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুরু হয়েছে আইসিআরসি টি২০ ক্রিকেট টুর্নামেন্ট।

ঢাকা, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট ও সাতক্ষীরা থেকে আসা প্রতিবন্ধী ক্রীড়াবিদদের ছয়টি স্থানীয় ক্রিকেট দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের লক্ষ্য শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত ভ্রান্ত ধারণা কাটিয়ে উঠতে সাহায্য করে তাদের জন্য নতুন সুযোগ তৈরি করা।  

বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে নানা ধরনের বাধা এবং নেতিবাচক মানসিকতা ও বৈষম্যের শিকার হয়। শুধু তাই-ই নয় সামাজিকভাবে নানা রকমের অবমাননার শিকার হয়ে তারা প্রায় সময়ই শিক্ষা, চাকরির সুযোগ ও সাধারণ জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত হয়। তাদের অন্যের ওপর নির্ভরশীল হিসেবে দেখা হয় এবং ধরেই নেওয়া হয় তারা যে কোনো কাজে অসামর্থ্য। শারীরিক প্রতিবন্ধীদের জন্য আইসিআরসির পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে শারীরিক প্রতিবন্ধীদের ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি সুগম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিশ্বের যেসব জায়গাতে আইসিআরসি কাজ করে সেখানে প্রতিবন্ধীদের পুনর্বাসনের বিষয়কে জোরদার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।  

২০১৩ সাল থেকেই আইসিআরসি খেলাধুলায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ও প্রতিবন্ধীতাকে ছাপিয়ে এ মানুষগুলোর সক্ষমতাকে তুলে ধরতে আইসিআরসি কাজ করে আসছে। আইসিআরসি বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সম্পৃক্ত হলে প্রতিবন্ধীতার সঙ্গে যে চিরায়ত কুসংস্কার ও বৈষম্য জড়িয়ে আছে তা কমবে। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তাদের দক্ষতা ও সক্ষমতা বেশি গুরুত্ব পাবে।  

প্রতিবন্ধী ব্যক্তিদের খেলায় সক্রিয় অংশগ্রহণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ২৩ থেকে ২৬ অক্টোবর শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইসিআরসির টি২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।  

এ টুর্নামেন্টে ঢাকা, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট ও সাতক্ষীরা থেকে ছয়টি দল অংশ নেবে। সবগুলো খেলাই বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান ছিল ২৩ অক্টোবর এবং ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর।  

আইসিআরসি তার দীর্ঘদিনের সহযোগীদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলায় অংশগ্রহণের লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ, যেমন ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ৫-জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনসহ খেলোয়াড়দের ইংল্যান্ড ও দুবাইতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। এ উদ্যোগের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সক্ষম ব্যক্তিদের মতো সক্রিয় হয়ে খেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতেও আইসিআরসি বিসিবিসহ অন্যান্য সহযোগীদের সঙ্গে সম্মিলিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।