ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

তারকাদের মাঠ এখন ফেসবুক

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
তারকাদের মাঠ এখন ফেসবুক

ফুটবল জ্বর নতুন কোন ব্যাধি না। বিশ্বকাপ আসলেই বিশ্বের প্রায় সবদেশে এ জ্বর ছড়িয়ে পরে।

ব্রাজিলের বিশ্বকাপ উত্তেজনার রেস বাংলাদেশে একটু বেশিই। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও মেতে আছেন বিশ্বকাপের উন্মদনায়। প্রিয় দল নিয়ে, খেলোয়াড় নিয়ে চলছে তাদের তর্ক। ফেসবুকে প্রতিনিয়তই দেখা যাচ্ছে  তাদের খেলা সংক্রান্ত মন্তব্য, আলোচনা এবং সমালোচনা।

কেউবা ফেসবুককেই ব্যবহার করছেন খেলার মাঠের মত। এসব কিছু নিয়েই এই প্রতিবেদন।

ফুটবল জ্বরে তারকারা কতটা আক্রান্ত, সেটা জানা গেল তাদের এই কয়েকদিনের ফেসবুকে স্ট্যাটাসে।  

বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। কিন্তু ১৭ জুন রাতে ব্রাজিল বনাম মেক্সিকোর খেলা দেখার আগে তিনি ফেসবুকের স্ট্যাটাসে লিখেন, ‘ব্রাজিল প্রথম খেলায় সেই অর্থে কারো মন ভরাতে পারেনি, বিশেষ করে ব্রাজিলীয়ান সমর্থকদের। বলতে পারি, প্রিয় টিম থেকে প্রত্যাশিত খেলা উপহার পায়নি আমরা। আশা করছি, ব্রাজিল আজ নিজ রুপে মাঠে খেলায় ফিরবে। মানে, ব্রাজিল খেলবে ব্রাজিল এর মতই। অপেক্ষা করছি নান্দনিক আর শৈল্পিক ফুটবল দেখার। এগিয়ে যাও আমরা আছি। ’

বাপ্পা মজুমদার পুরোপুরি ব্রাজিলের সমর্থক। ১৩ জুন তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে ব্রাজিলের জার্সি পরা ছবি দিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানের ছবি পোস্ট করে লিখেন - ব্রাজিলের জার্সি পরে ফাস্ট টাইম টিভিতে ..!

নিরব আর্জেন্টিনার ভক্ত। কিন্তু ব্রাজিল ১৭ জুন মধ্যরাতের খেলাতে জিততে না পারার কারণে মজা করে লিখেন, ‘ব্রাজিল তো ভালো টিম মামা, নেক্সট ম্যাচটা দেখে আমি ব্রাজিল সার্পোট করব। ’

চিত্রনায়িকা অমৃতা খান স্পেনের সমর্থক। তিনি ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে লিখেন, ‘ও.ও. ব্রাজিল এর প্লেয়ার হেয়ার কালার চেঞ্জ করেছে তাই মনে হয় প্র্যাকটিস এর সময় পায়নি। তাই এই অবস্থা। ’

বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার ব্রাজিলের টি-শার্ট পরে ফেসবুকে লিখেন, ‘উহ উহ ব্রাজিল’!

অভিনেতা ফজলুর রহমান বাবু ফেসবুকে ব্রাজিলের জার্সি গায়ে একটি ছবি আপলোড করে লিখেন, ‘এগিয়ে যাও ব্রাজিল’।

চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি ১৬ জুন তার ফেসবুকে প্রথমে লিখেন, ‘কোন দল করবো বুঝতাছি না। ’ একই দিনে আর এক স্ট্যাটাসে লিখেন ‘যখন ঠিক করলাম পর্তুগাল দলের সমর্থন করবো তখনই জার্মানি আর গোল...বিরক্তিকর। ’

নাওমি ব্রাজিলের ঘোর সর্মথক। ১৭ জুন দিবাগত রাত ১টায় ব্রাজিল-মেক্সিকোর খেলায় মেক্সিকোর গোলকিপার ওচোয়া’র জন্য বেশ কয়েকটি গোল মিস করে ব্রাজিল। এজন্য নাওমি ফেসবুকে লিখেছেন, ‘বেশি জোস গোলকিপার, ভয়ংকর! কি দরকার ছিলো। ’

সঙ্গীতশিল্পী রুপম তার ফেসবুকে একটি ছবি আপলোড করে লিখেন, আমি আর্জেন্টিনার এমনই ভক্ত। সবচেয়ে প্রিয় মেসি। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ