ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

জ্যোতিকা জ্যোতির কাছে ১৫ প্রশ্ন

প্রথম দেখাতেই কী যেন একটা হয়!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
প্রথম দেখাতেই কী যেন একটা হয়! জ্যোতিকা জ্যোতি / ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জ্যোতিকা জ্যোতি। ছোট ও বড় পর্দায় অভিনয় করে যাচ্ছেন।

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে হয়েছিল তার শুরুটা। ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে কাজ করে আলাদা পরিচিতি পেয়েছেন। বাংলানিউজের তারার ফুলের নিয়মিত আয়োজন ১৫ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

১. সারারাত গল্প করার মতো বন্ধু
কেউ নেই। তবে মা (পূর্ণিমা) আর ছোট বোন সমাপ্তির সঙ্গে আমি ফোনে অনেকক্ষণ কথা বলতে পারি।

২. আবার জন্মালে
খুবই ভালো হতো যদি আগের জন্মের কথা মনে থাকতো। কিন্তু এটা তো হবে না। আবার জন্মালেও মানুষ হলেই ভালো লাগবে।

৩. প্রথম দর্শনে প্রেম
এটা আমি বিশ্বাস করি। যদি কাউকে ভালো লেগে যায় তাহলে প্রথম দেখাতেই কী যেন একটা হয়! প্রথম দর্শনে প্রেম হতেই পারে। পরে হয়তো ধীরে ধীরে ভালোবাসা বাড়ে।

৪. ভূত দেখলে...
ভূত দেখলে জানতে চাইবো, সে এতো লুকোচুরি করে কেনো। সবার সামনে দেখা দেয় না কেনো।

৫. যে শব্দটা দিনে বেশি ব্যবহার করেন
ব্যস্ত। কাজ করছি। শুটিংয়ে।

৬. কার প্রতিলিপি বানিয়ে ঘরে রাখতে ইচ্ছে হয়
এমন ইচ্ছে করে না। যাকে আমি পছন্দ করি তার প্রতিলিপি চাই না। যতদিন বেঁচে আছি আমি চাই আমার মা বেঁচে থাকুক।

৭. শ্রেষ্ঠ পাওয়া উপহার
আমি ‍আসলে এরকম কোনো উপহার পাইনি। উপহারের ভাগ্য আমার খুব খারাপ।

৮. সবচেয়ে আনন্দের দিন
২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতার বাছাই পর্বে টিকে গেছি জেনে অনেক আনন্দ হয়েছিল। কারণ তখনও ময়মনসিংহ থেকে ঢাকায় আসা হয়নি। পরে হয়তো ঢাকা বিভাগের মধ্যে প্রতিযোগিতায় প্রথম হয়েছি। কিন্তু বাছাই পর্বে নির্বাচিত হওয়াটা ছিল বড় খুশির।

৯. সবচেয়ে দুঃখের দিন
আমার জীবনে সুখ-দুঃখ সমান। খুব বেশি সুখের দিন কিংবা খুব বেশি দুঃখের দিন নেই।

১০. টার্নিং পয়েন্ট...
আমারে বেলায় টার্নিং পয়েন্টটা কাজ করেনি। অনেক কাজ মিলিয়ে আমার আজকের এই অবস্থান।

১১. যে বিষয়ে বেশি খুঁতখুঁতে
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। যদি রান্না করি তাহলে খাবারের স্বাদ যেন অক্ষুণ্ন থাকে সেদিকে খেয়াল রাখি। কখনও যদি ঘর গোছাই তাহলে পুরোপুরি সুন্দর যেন হয় সেদিকটায় মনোযোগ দেবো। মোট কথা, পাঁচটা কাজের জায়গায় একটা করলেও যথোপযুক্তভাবে সম্পন্ন করি।

১২. একদিনের রানী হলে...
একদিনে তো কিছু করা যাবে না। তাই প্রখমেই চাইবো রানীর ক্ষমতা যেন বাড়ানো হয়। ক্ষমতা বৃদ্ধির পর অন্য কাজ করবো।  

১৩. রাগ হলে
আগে কান্নাকাটি করতাম। এখন রাগ হলে একটু চেঁচামেচি করি। সবাইকে জানান দেই মেজাজ খারাপ। আর অনেক বেশি রাগ হলে দরজা বন্ধ করে বসে থাকি।

১৪. ছবি আঁকতে দিলে কার ছবি আঁকবেন
মনে হয় নিজের ছবি নয়তো পাখির ছবি আঁকবো।

১৫. বিপদে পড়লে প্রথম কাকে ফোন করবেন
বিপদটা কী ধরনের সেটার ওপর নির্ভর করবে। নিশ্চয়ই কোনো বন্ধুকে ফোন দেবো। পরিবারকে ফোন করবো না দুশ্চিন্তা হবে বলে। আমি সাধারণত ঠান্ডা মাথায় সমস্যা সমাধানের চেষ্টা করি।

বাংলাদেশ সময় : ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ