ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

রুনার যা কিছু প্রিয়, রুনার পাঁচ উত্তর

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
রুনার যা কিছু প্রিয়, রুনার পাঁচ উত্তর রুনা লায়লা/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রুনা লায়লাকে দেখলে গম্ভীর মানুষ মনে হয় অনেকের। সংগীতাঙ্গনে ৫০ বছর কাজ করে আসার অভিজ্ঞতা আছে যার ঝুলিতে, সেই সুরসম্রাজ্ঞীর মধ্যে তো একটু অহংকার থাকবেই! কিন্তু বিশ্বাস করেন, তিনি মোটেই তেমন মানুষ নন।

তার সঙ্গে যারা মিশেছেন তারা এটা ভালো জানেন। তিনি কি পছন্দ করেন, কোন বিষয়ে খুঁতখুঁতে, বিপদে পড়লে কি করেন ইত্যাদি বিষয়ে কৌতূহলের কমতি নেই কারও। বাংলানিউজ তাই তার প্রিয় ব্যাপার ও ব্যক্তিগত পাঁচটি বিষয় জেনেছে। আপনারাও জেনে নিন।  

বাংলানিউজ :  কোন বিষয়ে আপনি বেশি খুঁতখুঁতে?
রুনা :  আমি সবকিছুতেই খুঁতখুঁতে (হাসি)। যদি কোনো কনসার্ট থাকে তাহলে দুই সপ্তাহ আগে থেকে আমার টেনশন শুরু হয়ে যায়। প্রতিটি বিষয় দেখভাল করি নিজে থেকে। সব যেন সময়মাফিক হয় সেদিকে গুরুত্ব দেই।  

বাংলানিউজ : আবার জন্মালে…
রুনা : আবার যদি জন্ম হয়! জানি না! ঠিক করিনি।

বাংলানিউজ : ভূত দেখলে...
রুনা :  মানুষ রূপে তো অনেক ভূত দেখছি (হাসি)!

বাংলানিউজ : বিপদে পড়লে প্রথম কাকে ফোন করবেন?
রুনা :  একমাত্র আল্লাহকে মনে করি। তারপর কাছের মানুষদের।

বাংলানিউজ :  কোন শব্দ দিনে বেশি ব্যবহার করেন?
রুনা : থ্যাঙ্ক ইউ।

যা কিছু প্রিয়
প্রিয় সুরকার : সুবল দাস, আলাউদ্দিন আলী, আলম খান
প্রিয় গায়ক-গায়িকা : সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন
প্রিয় স্টাইলিশ গায়িকা : ইরানি গায়িকা গগশ খানম
নিজের গাওয়া প্রিয় গান : যখন আমি থাকবো নাকো
নিজের গাওয়া গান কার ঠোঁটে বেশি পছন্দ : পাকিস্তানের রানী, শবনম, এ দেশের শাবানা, ববিতা
যে গানের অনুরোধ বেশি আসে : দমাদম মাস্ত কালান্দার
প্রিয় ছবি : মহানগর [বাংলা], শিন্ডলার্স লিস্ট [ইংরেজি]
প্রিয় পোশাক : সালোয়ার কামিজ
প্রিয় রঙ : গোলাপি, লাল
প্রিয় খাবার : চিংড়ী

বাংলাদেশ সময় : ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ