ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

জ্বলন্ত সেতুতে বন জোভি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
জ্বলন্ত সেতুতে বন জোভি!

জ্বলন্ত সেতুতে গাইছেন বন জোভির সদস্যরা! ঘাবড়াবেন না, এটা তাদের ১৩তম স্টুডিও অ্যালবামের নাম। জ্বলন্ত সেতু মানে ‘বার্নিং ব্রিজেস’।

মার্কারি রেকর্ডস এটি বাজারে এনেছে গত ২১ আগস্ট। বিশ্বসংগীতাঙ্গনে এরই মধ্যে সাড়া জাগিয়েছে এর গানগুলো। তাই এটি ঢুকে পড়েছে ইউএস বিলবোর্ড টপ রক অ্যালবামস চার্টের তিন নম্বরে। এ ছাড়া দখল করেছে জার্মান অ্যালবামস চার্টের শীর্ষস্থান।

এবারের অ্যালবামে কাজ করেছেন মূল তিন সদস্য জন বন জোভি, ডেভিড ব্রায়ান ও টিকো তোরেস। প্রাক্তন সদস্য রিচি সাম্বোরাকে বাদ দিয়ে এটাই তাদের প্রথম অ্যালবাম। দুই বছর আগেই তিনি ব্যান্ড ছেড়েছেন। এদিকে ‘বার্নিং ব্রিজেস’-এর মাধ্যমে মার্কারি রেকর্ডসের সঙ্গে আমেরিকান রক ব্যান্ডটির ৩২ বছরের কর্মকান্ডের ইতি ঘটলো। অ্যালবামের নামকরণে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি বন জোভির অসন্তুষ্টির কথাই ফুটে উঠেছে বলে মনে করছেন সংগীত সমালোচকরা।

গ্র্যামীজয়ী ব্যান্ডটি আগামী মাসে বের হচ্ছে নতুন সংগীত সফরে। ‘বন জোভি লাইভ!’ শীর্ষক এই ধারাবাহিক কনসার্ট হবে শুধু এশিয়ায়। আগামী ১১ সেপ্টেম্বর থেকে তারা ঘুরবেন ১১টি শহরে। ৩ অক্টোবর পর্যন্ত তারা ঘুরবেন ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের সাংহাই ও বেইজিং, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার সিউল, ম্যাকাউ, তাইওয়ানের তাইপেই, আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে। সফর শেষ করেই চতুর্দশ অ্যালবামের কাজ শুরু করবে বন জোভি। আগামী বছর বাজারে আসবে এটি।

বন জোভির অ্যালবাম
বন জোভি (১৯৮৪), ৭৮০০ ফারেনহাইট (১৯৮৫), স্লিপারি হোয়েন ওয়েট (১৯৮৬), নিউ জার্সি (১৯৮৮), কিপ দ্য ফেইথ (১৯৯২), দিস ডেজ (১৯৯৫), ক্রাশ (২০০০), বাউন্স (২০০২), হ্যাভ অ্যা নাইস ডে (২০০৫), লস্ট হাইওয়ে (২০০৭), দ্য সার্কেল (২০০৯), হোয়াট অ্যাবাউট নাউ (২০১৩), বার্নিং ব্রিজেস (২০১৫)

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ