ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

‘বিতর্ক নয়, উপভোগ করছি প্রশংসা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
‘বিতর্ক নয়, উপভোগ করছি প্রশংসা’ পরীমনি

আলোচিত চিত্রনায়িকা পরীমনির নতুন ছবি ‘রক্ত-ফাইট ফর ব্লাড’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর লেডি অ্যাকশন ছবি দেখতে পাবেন দর্শক।

শাকিব খানের দুই ছবি ‘বসগিরি’ ও ‘শুটার’-এর সঙ্গে লড়বে পরীর ‘রক্ত’। সব মিলিয়ে বেশ একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতি। কী ভাবছেন পরীমনি? পড়ুন তার সাক্ষাৎকার।  

বাংলানিউজ: নায়কনির্ভর ইন্ডাস্ট্রিতে ‘রক্ত’ হচ্ছে নায়িকাপ্রধান ছবি। চাপ অনুভব করছেন?
পরীমনি:
ভালো কিছুর জন্য কষ্ট করতে হয়। ‘রক্ত’ এতো ভালো একটা ছবি, এর জন্য একটু বেশিই খেটেছি। আমার বিশ্বাস এর সুফল পাবো।

বাংলানিউজ: জাজ মাল্টিমিডিয়া বা যৌথ প্রযোজনার ছবিগুলো বড় আয়োজনে হয়ে থাকে। কেমন লাগছে ‘রক্ত’তে অভিনয় করতে পেরে?
পরী:
এটা আমার গুডলাক। ভালো লাগছে এজন্য যে, কলকাতার দর্শকও ছবিটি দেখবেন। এটা বড় পাওয়া।  

বাংলানিউজ: আপনি তো মারামারির ছবি করেননি। ‘রক্ত’তে অ্যাকশন লেডি হয়ে আসছেন। কীভাবে সম্ভব হলো?
পরী:
অনেকেই এই প্রশ্নটা করেন। তাদের সন্দেহ, ‘পরীর সঙ্গে অ্যাকশন যায় না’। আমার চ্যালেঞ্জ এটাই, তাদের ভুল ধারণা ভেঙে দেওয়া। আমি হয়তো কিছুটা পেরেছি। যারা টিজার বা ট্রেলার দেখেছেন তারা পুরো ছবির ভরসা পেয়েছেন।  

বাংলানিউজ: ‘ডানা কাটা পরী’ গানটি বেশ দর্শক টেনেছে। গানটির সুর নিয়ে বিতর্কও আছে। কোনটা উপভোগ করছেন বিতর্ক নাকি প্রশংসা? 
পরী:
আমি বিতর্কের কথা জানি না। প্রশংসা উপভোগ করছি। এর ভিড়ে সমালোচনা কানে আসছে না।    

বাংলানিউজ: ‘রক্ত’ ঈদে আসবে কি আসবে না- এ নিয়ে প্রচুর গুঞ্জন শোনা গেছে। অবশেষে মুক্তি পাচ্ছে। অনেকে বলছে এগুলো প্রচারণারই অংশ। আপনি কী মনে করেন?
পরী:
আমার মনে এসব নিয়ে ভাবনা নেই। ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

বাংলানিউজ: শুটিং থেমে যাওয়ার খবরও তো এসেছে...
পরী:
একটি ছবির শুটিং শেষ হওয়ার পরও অনেক ধরনের কাজ থাকে। এ কারণেই হয়তো মুক্তি না পাওয়ার কথা উঠেছিলো।

বাংলানিউজ: ছবিটির শুটিং নাকি আপনার গাফিলতির জন্য ঝুলে গিয়েছিলো? এমনটা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে উল্লেখ করা হলে তা সংবাদমাধ্যমেও এসেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
পরী:
না তো! আমি এমনটা জানি না। আজিজ (আব্দুল আজিজ) ভাই-ই ভালো বলতে পারবেন এটা।  

বাংলানিউজ: ‘রক্ত’র জন্য ওজন কমাতে হয়েছিলো আপনাকে?
পরী:
ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর আমার হাতে সময় ছিলো মাত্র ৮-৯ দিন। এর মধ্যেই আমাকে স্কেটিং শিখতে হয়েছে। মারামারির প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ওজনও কমাতে হয়েছে। প্রথম দিনের শুটিংয়ের আগ পর্যন্ত ছয় কেজি ওজন কমাতে পেরেছিলাম। শুটিং শুরুর পর আরও চার কেজি কমিয়েছি।  

বাংলানিউজ: শুটিংয়ে নিশ্চয়ই নতুন অভিজ্ঞতা হয়েছে?
পরী:
আমরা যখন কলকাতায় শুটিং করেছি, তাপমাত্রা এতো বেশি ছিলো যে, সহ্য করা যাচ্ছিলো না। একটি দৃশ্যের জন্য টিনসেডের ওপর দাঁড়াতে হয়েছিলো আমাকে। তখন টিন এতোটাই উত্তপ্ত ছিলো যে, আমার জুতার তলা ভেদ করে পায়ের পাতায় উত্তাপ টের পাচ্ছিলাম। একপর্যায়ে জুতোর তলা খুলে পড়ে যায়। পরে সেটা সেলাই করে আবার শুটিং করেছি।

বাংলানিউজ: ক্যারিয়ারে অনেক ছবি করেছেন। ‘রক্ত’কে কী এগিয়ে রাখছেন?
পরী:
তেমন না। আমার কাছে সবই সমান। তবে কিছু ছবিকে ঘিরে প্রত্যাশা বেশি থাকে। ‘রক্ত’ তেমনই। আমি চাই ছবিটি সবাই দেখুন।   

বাংলানিউজ: ‘রক্ত’ নতুন কিছু যোগ করবে বলে মনে হয়?
পরী:
ছবিটি দেখার পরে সবাই বলবেন, ‘রক্ত আমাদের গর্ব’। এটা আমার বিশ্বাস।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ