ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

৩০০ সিনেমা হল মাতাবে ঈদের তিন ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
৩০০ সিনেমা হল মাতাবে ঈদের তিন ছবি ‘বসগিরি’র দৃশ্যে শাকিব খান ও শবনম বুবলি, (ডানে) ‘রক্ত’র জুটি পরীমনি ও রোশান

মুক্তির জন্য প্রস্তুত ঈদের তিন ছবি। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে ছবিগুলো দেখা যাবে।

শহুরে সিনেপ্লেক্স থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের দর্শক- সবখানেই থাকবেন শাকিব খান, পরীমনি, বুবলি, রোশান, মিশা সওদাগর। প্রায় ৩০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে তাদের অভিনীত ‘বসগিরি’, ‘রক্ত’ ও ‘শুটার’।  

এক যুগের বেশি সময় ধরে ঈদের ছবি মানেই শাকিব খানের একক রাজত্ব। গত ঈদুল ফিতরেও তার তিনটি ছবি আলোচিত ও উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। এবারও তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ‘বসগিরি’ আর ‘শুটার’ দিয়ে নিজেকে প্রমাণ করবেন শাকিব। এবার তার যুদ্ধটা একটু অন্যরকম। কেননা কিং খানের দুই ছবির নায়িকাই নবাগতা শবনম বুবলি।

শাকিবের ছবি ‘শুটার’ প্রচারে পিছিয়ে থাকলেও এগিয়ে আছে হলপ্রাপ্তির দিক দিয়ে। অন্তত ১২৫টি সিনেমা হলে চলবে রাজু চৌধুরী পরিচালিত ছবিটি। ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে এর দাপট থাকছে। এতো বুকিং পাওয়ার পেছনে কারণ কী? এ প্রশ্নের জবাব দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, অধিকাংশ সিনেমা হলের সামর্থ বুঝে পেনড্রাইভে করে ছবি প্রদর্শন করবেন তারা। ‘রক্ত’ বা ‘বসগিরি’ এই পদ্ধতির বাইরে রয়েছে। ‘শুটার’-এ শাকিব-বুবলি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট, শাহরিয়াজ, কবির তিথি, এলভিন জান্নাত প্রমুখ।

‘শুটার’-এর চেয়ে শামীম আহাম্মেদ রনির ‘বসগিরি’ নিয়েই শাকিব বেশি মনোযোগী। নায়িকা বুবলিও এর জন্য খাটছেন বেশ। ছবিটিতে শাকিবের উপস্থিতি ‘শিকারি’কে মনে করিয়ে দেবে- এমনটাই ভাবছেন ভক্তরা। প্রচারে এগিয়ে থাকা ‘বসগিরি’ সিনেমা হল পেয়েছে ৯৭টি। ঢাকায়ও পর্দা কাঁপাবে এটি। বুবলিকে নিয়ে গানে গানে শাকিবের রসায়ন এরই মধ্যে সবার নজর কেড়েছে। খান ফিল্মস প্রযোজিত ছবিটি কতোটা দর্শক টানতে পারে সেটাই দেখার।  

ঢাকায় সবচেয়ে বেশি দাপট ‘রক্ত’র। রাজধানীর বড় সিনেমা হলগুলো এর দখলে। জাজ মাল্টিমিডিয়ার লেডি অ্যাকশনধর্মী ছবিটি শুরু থেকেই আলোচনায় আছে। এর টিজার, ট্রেলার ও গানে নিজেকে উপযুক্ত প্রমাণ করেছেন পরীমনি। এবার চূড়ান্ত ফলের প্রতীক্ষা। ‘রক্ত’ মুক্তি পাচ্ছে ৭০টি প্রেক্ষাগৃহে। যৌথ প্রযোজনার ছবিটি সফল হলে শাকিবের একক রাজত্বে কোনো রানীর অস্তিত্ব টের পাওয়া যাবে। ‘রক্ত’ সফল হলে নায়িকা পরীর ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ হবে। এতোদিনের ব্যর্থতার দায় ‘রক্ত’স্রোতে কিছুটা হলেও এড়াতে পারবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ