ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

পূজা মানেই গান নিয়ে প্রচণ্ড ব্যস্ততা: দেবলীনা সুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
পূজা মানেই গান নিয়ে প্রচণ্ড ব্যস্ততা: দেবলীনা সুর

পারিবারিকভাবেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর। শাস্ত্রীয় সংগীতে দক্ষতা অর্জন করে তিনি গানের টানে যান শান্তিনিকেতনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রত্যেক বছর দুর্গাপূজা মানেই তার প্রচণ্ড কর্মব্যস্ততা। এবারও টিভি থেকে শুরু করে পূজার মণ্ডপ পর্যন্ত তার ব্যস্ততা লেগেই আছে।

এরই মধ্যে বাংলানিউজের সঙ্গে আলাপে দেবলীনা সুর জানালেন দুর্গাপূজা ও তার কাজ নিয়ে নানান কথা-

বাংলানিউজ: কেমন আছেন?
দেবলীনা সুর: ভালো আছি। কিন্তু দৌঁড়ের ওপর আছি! একের পর এক অনুষ্ঠান লেগেই আছে।

বাংলানিউজ: পূজার কেনাকাটা কবে করলেন?
দেবলীনা সুর: আমার কেনাকাটা তো এক মাস আগেই হয়ে গেছে। মাসখানেক আগেই ভারতে গিয়েছিলাম। পূজার কেনাকাটা সেখান থেকেই সেরে এসেছি।  

বাংলানিউজ: এবার পূজা কোথায় কাটাচ্ছেন?
দেবলীনা সুর:
ঢাকাতে। অনেকগুলো প্রোগ্রাম আছে। তাছাড়া আমার শাশুড়ি মা ঢাকাতেই থাকবেন। একসঙ্গেই পূজা করবো সবাই।

বাংলানিউজ: পূজা দেখতে সপরিবারে বের হয়েছিলেন?
দেবলীনা সুর:
আমার আবার বের হওয়া! আমি তো এমনিতেই নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি। টিভি অনুষ্ঠানের পাশাপাশি কয়েকটি মণ্ডপেও অনুষ্ঠান করছি। পূজা তো এমনিতেই দেখা হয়ে যাবে। আর পরিবারের সবার সঙ্গে আনন্দ তো করছিই।

দেবলীনা সুর।  ছবি: সংগৃহীত

বাংলানিউজ: কোথায় কোথায় প্রোগ্রাম করছেন পূজায়?
দেবলীনা সুর:
বেশ কয়েকটি পূজা মণ্ডপে গান করেছি এবং করবো। এবার মহালয়াতে বাংলাদেশ টেলিভিশনে দারুণ আয়োজন হয়েছিল। সেখানে গান করেছি এবং আরও নানাভাবে যুক্ত ছিলাম মহালয়ার আয়োজনে। এছাড়া বিশেষ আয়োজনও ছিল সেখানে। সম্ভবত বিজয়া দশমীর দিন অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে। আমার ‘ও মা দুর্গা মা’ গানটি থাকছে সেখানে। কয়েকটি বেসরকারি টেলিভিশনেও পূজার প্রোগ্রাম করেছি।  

বাংলানিউজ: আপনার ছোটবেলার পূজা কেমন ছিল?
দেবলীনা সুর: ছোটবালার পূজা কেটেছে যশোরে আমাদের বাড়িতে। মামাবাড়িতেও যাওয়া হতো। তবে বাড়িতে পূজা করেছি বেশির ভাগ সময়। মা-বাবাসহ পরিবার, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে দারুণ মজা করতাম।  

বাংলানিউজ: এবার পূজার আপনার কয়টি গান প্রকাশ পেয়েছে?
দেবলীনা সুর:
এবার পূজা উপলক্ষে দুটি গান তৈরি করেছি। প্রথমটি আমার একক গান ‘ও মা দুর্গা মা’ প্রকাশ পেয়েছে গানওয়ালার ব্যানারে। আর অপর গানটি সন্দীপন দাদার সঙ্গে ‘এসেছে মা দুর্গা। দ্বিতীয় গানটি ইউটিউবে এসেছে জি সিরিজের ব্যানারে। দুটি গানই দর্শক-শ্রোতারা দারুণভাবে নিয়েছেন।  

বাংলানিউজ: গানগুলোতে সাড়া পাচ্ছেন কেমন?
দেবলীনা সুর: 
দারুণ সাড়া পাচ্ছি। আসলে শ্রোতারা যখন আমার গান শুনে ভালো বলেন, তখন বিষয়টি অনেক আনন্দ দেয়।

বাংলানিউজ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
দেবলীনা সুর:
আপনাকে ও বাংলানিউজকেও ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ