ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোর্টে ফিরেই জয়ে শুরু ফেদেরারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
কোর্টে ফিরেই জয়ে শুরু ফেদেরারের সংগৃহীত

ঢাকা: হাঁটুর ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেই প্রত্যাশিত জয় পেয়েছেন রজার ফেদেরার। ফ্রান্সের মন্টে কার্লো রোলেক্স মাস্টার্সের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

স্পেনের গিলের্মো গার্সিয়া লোপেজকে সরাসরি সেট ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন ফেদেরার। ম্যাচের ব্যাপ্তি এক ঘণ্টা পনের মিনিট। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নোভাক জোকোভিচের কাছে হারের পর এটিই ছিল সুইস তারকার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

অপর ম্যাচে অ্যান্ডি মারের বিপক্ষে ভালোই প্রদিদ্বন্দ্বিতা গড়েন ফ্রান্সের পিয়েরে হিউজেস হার্বাট। প্রথম সেটে ৬-২ গেমে হারের পর পরের সেটটি ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান তিনি। তবে কোনো রকম অঘটনের জন্ম দেননি মারে। তৃতীয় সেটে ৬-৩ গেমের জয়ে পরের রাউন্ডে নাম লেখান ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা।

তৃতীয় রাউন্ডে স্প্যানিশ রবার্তো বাতিস্তা অগাটের মুখোমুখি হবেন ফেদেরার। আর দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বেনোয়েট পেইরি ও পর্তুগিজ জোয়াও সুসার মধ্যকার জয়ীর বিপক্ষে কোর্টে নামবেন মারে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ