ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দুর্দান্ত জয়ে তৃতীয় রাউন্ডে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
দুর্দান্ত জয়ে তৃতীয় রাউন্ডে মারে ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের মাটিতে শিরোপা খরা কাটানোর মিশনে দুর্দান্ত গতিতে ছুটছেন অ্যান্ডি মারে। দাপুটে জয়ে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

এর আগে রজার ফেদেরার ও নোভাক জোকোভিচও দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

চাইনিজ তাইপের লু ইয়েন হাসুনকে কোর্টে দাঁড়াতেই দেননি মারে। একপেশে ম্যাচটিতে ৬-৩, ৬-২, ৬-১ গেমের উড়ন্ত জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন বিশ্বের দ্বিতীয় সেরা। চতুর্থ রাউন্ডের মিশনে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান জন মিলম্যান। এর আগে প্রথম রাউন্ডেও স্বদেশী তরুণ লিয়াম ব্রোডিকে সরাসরি সেটে (৬-২, ৬-৩, ৬-৪) হারিয়েছিলেন মারে।

বছরের প্রথম দু’টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই শিরোপা হাতছাড়া করেন মারে। দু’বারই তাকে দুঃস্বপ্ন উপহার দেন ওয়ার্ল্ড নাম্বার নোভোক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনে প্রথমবারের মতো ফাইনালে উঠেও খালি হাতে ফেরেন ২৯ বছর বয়সী এ টেনিস তারকা।

দু’বারের গ্র্যান্ড স্লাম জয়ী মারের সামনে এবার শিরোপা খরা ঘোঁচানোর চ্যালেঞ্জ। সবশেষ তার হাতে ২০১৩ উইম্বলডনের ট্রফি ধরা দিয়েছিল। এই ইভেন্টে এটিই এখন পর্যন্ত তার একমাত্র অর্জন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ