ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শিরোপা জেতা হলো না অলিম্পিক জয়ী মারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
শিরোপা জেতা হলো না অলিম্পিক জয়ী মারের ছবি: সংগৃহীত

ঢাকা: শিরোপা জয় দিয়ে অ্যান্ডি মারের ইউএস ওপেনে নামা হচ্ছে না। রিও অলিম্পিকের গোল্ড মেডেল জয়ী ব্রিটিশ নাম্বার ওয়ানকে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাটি মাস্টার্সের (ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেন) চ্যাম্পিয়ন হয়েছেন মেরিন সিলিক।

সেমিফাইনালে বছরের ৫০তম জয় তুলে নেওয়া মারে পরিষ্কার ফেভারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ওহিও’র সিনসিনাটিতে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণীতে ভক্তদের হতাশই করেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সরাসরি সেটেই ৪-৬, ৫-৭ গেমে হেরে এই ইভেন্টে মারের তৃতীয় ট্রফি জেতার লক্ষ্যটা আরেকটু দীর্ঘায়িত হলো। টেনিসের দ্বিতীয় বিশ্বসেরাকে হারিয়ে র‌্যাংকিংয়ের ৯ নম্বরে উঠে এসেছেন ক্রোয়েশিয়ান সিলিক।

বলা বাহুল্য, অলিম্পিক ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দু’বার (২০১২, ২০১৬) টেনিস এককের স্বর্ণ জেতেন মারে। এরপর দুর্দান্তভাবেই সিনসিনাটির ফাইনালে পা রাখেন। কিন্তু ট্রফি হাতছাড়া করার মধ্য দিয়ে তার টানা ২২ ম্যাচের জয়রথ থামলো।

এদিকে, ছেলেদের দ্বৈতে (ডাবলস) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়।  নেদারল্যান্ডসের জিন জুলিয়ান রজার ও রোমানিয়ান হোরিও তেকাওকে হারিয়ে ট্রফি নিশ্চিত করেন ক্রোয়েশিয়ান ইভান ডোডিগ ও ব্রাজিলের মার্সেলো মেলো। প্রথম সেটে ৭-৬ (৭-৫) জিতলেও দ্বিতীয়টিতে ৬-৭ (৫-৭) গেমে হেরে যান ইভান-মার্সেলো জুটি। সমতার পর টাইব্রেকারে ১০-৬ পয়েন্টে জিতে তারা শেষ হাসি হাসেন।

অাগামী ২৯ আগস্ট বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের ১৩৬তম আসরের পর্দা উঠবে। ফাইনাল ১১ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ